১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া

শেয়ার করুন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবং সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, জনগণের কণ্ঠ কেড়ে নেওয়া হয়েছিল, এবং এখন পুরো দেশ তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ এমপি রুপা হক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপচারিতার এক পর্যায়ে ড. ইউনূস এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। তিনি বলেন, বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে—একটি ২০২৫ সালের ডিসেম্বর এবং অপরটি ২০২৬ সালের মাঝামাঝি। তবে, নির্বাচনের সময়সূচি নির্ভর করবে জনগণের মধ্যে সংস্কারের চাহিদার ওপর।

এ সময় রুপা হক জানিয়েছেন, তিনি জুলাই মাসের পর বাংলাদেশে আসার জন্য উৎসাহিত। তিনি আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশের উদ্দেশ্যে আসার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। এর আগে, তিনি যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ ছিলেন।

 

শেয়ার করুন