১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আমাজনে মিলল রহস্যঘেরা এক জনগোষ্ঠী!

শেয়ার করুন

বিশ্বের বৃহত্তম গহীন বন আমাজন, যা অজানা রহস্য ও জীববৈচিত্র্যে ভরপুর। লাতিন আমেরিকার এ জঙ্গলে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে এক বিশেষ জনগোষ্ঠী, যাদের নাম মাসাকো।

মাসাকো নামটি এসেছে তাদের অঞ্চলে বয়ে যাওয়া একটি নদীর নাম থেকে। আধুনিক বিশ্বের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন এ জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও বিশ্বাস রহস্যময়। ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো ধরা পড়েছে মাসাকোদের ছবি, যা তাদের জীবনধারার কিছু তথ্য প্রকাশ করেছে।

মাসাকো জনগোষ্ঠীর জীবনধারা:
১. তারা যাযাবর জীবনযাপন করে এবং মৌসুমভেদে বসতি স্থানান্তর করে।
2. তির-ধনুক দিয়ে শিকার করে বেঁচে থাকে।
৩. বহিরাগতদের থেকে নিজেদের রক্ষা করতে মাটিতে ধারালো গজাল পুঁতে রাখে।
৪. ১৯৯০-এর দশকের পর থেকে তাদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২০০-২৫০-তে দাঁড়িয়েছে।

ব্রাজিলের সরকারি সংস্থা ব্রাজিলিয়ান ন্যাশনাল ইনডিজেনাস পিপলস ফাউন্ডেশন (FUNAI) এবং স্যাটেলাইট চিত্র থেকে জানা যায়, আমাজনের জঙ্গলে এমন আরও জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী রয়েছে। যেমন মাতো গ্রোসে রাজ্যের পাদ্রো নদী অঞ্চলের “খাওয়াহিভা” জনগোষ্ঠী, যাদের সংখ্যা বর্তমানে ৩৫-৪০।

আদিবাসীদের চ্যালেঞ্জ:
১. চাষাবাদ, কাঠ ব্যবসা, খনি কার্যক্রম এবং মাদক চোরাচালানের ফলে আদিবাসীদের ভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
২. শত শত বছর ধরে আদিবাসী অঞ্চলগুলো দখল করে নিচ্ছে বাইরের লোকজন।
৩. পরিবেশের ধ্বংসযজ্ঞের মুখেও আমাজনের বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলোর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গবেষণা ও পর্যবেক্ষণ:
ইন্টারন্যাশনাল ওয়ার্কিং গ্রুপ অব ইনডিজেনাস পিপলস ইন আইসোলেশন অ্যান্ড ইনিশিয়াল কন্ট্রাক্ট-এর প্রতিবেদন অনুযায়ী, লাতিন আমেরিকার আমাজন ও গ্রান চাকো অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ৬১টি আদিবাসী গোষ্ঠীর অস্তিত্ব স্বীকৃত। এর বাইরে আরও ১২৮টি গোষ্ঠী রয়েছে, যাদের এখনও যাচাই করা হয়নি।

২০২৩ সালে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের প্রকাশিত তথ্য অনুযায়ী, পেরু ও ভেনিজুয়েলা সংলগ্ন ব্রাজিল সীমান্তে আদিবাসী জনসংখ্যা বাড়ছে। স্যাটেলাইট ছবিতে সেখানে বড় এলাকাজুড়ে চাষাবাদ এবং নতুন বসতি গড়ে ওঠার চিত্র ধরা পড়েছে।

বিশ্বজুড়ে আমাজনের আদিবাসী জনগোষ্ঠীগুলো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের অস্তিত্ব রক্ষায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

 

শেয়ার করুন