
সন্তান মা-বাবার জন্য আল্লাহর দেওয়া এক অপূর্ব নেয়ামত ও জীবনের সৌন্দর্য। পবিত্র কোরআনে সন্তানকে মানবজীবনের অন্যতম শোভা ও রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, “সম্পদ ও সন্তানাদি দুনিয়ার জীবনের সৌন্দর্য।” (সূরা কাহাফ, আয়াত: ৪৬)
সন্তান: আল্লাহর দান ও আমানত
সন্তানকে আল্লাহ তায়ালা “দান” হিসেবে অভিহিত করেছেন। তিনি ইরশাদ করেন, “যাকে ইচ্ছা তিনি কন্যাসন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশালী।” (সূরা আশ-শুরা, আয়াত: ৪৯-৫০)
তবে সন্তান কেবল দানই নয়, এটি মা-বাবার জন্য একটি পবিত্র আমানতও। কিয়ামতের দিন সন্তানের বিষয়ে মা-বাবাকে জিজ্ঞাসা করা হবে। হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন,
“সন্তানকে শিষ্টাচার ও ভব্যতা শেখাও, কেননা এ বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে। তুমি তাকে কী শিক্ষা দিলে এবং সে তোমার প্রতি কতটুকু আনুগত্য করল?” (সুনানে বায়হাকি, হাদিস: ৪৬৯১)
নবজাতকের জন্য সুন্নাত
মা-বাবার প্রথম দায়িত্ব নবজাতক জন্মগ্রহণের পর তার কল্যাণের জন্য কিছু আমল করা। এসব সুন্নাত কাজের মধ্যে রয়েছে:
1. ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান ইবনে আলি (রা.)-এর জন্মের দিন তার কানে আজান ও ইকামত দিয়েছিলেন। (শুআবুল ইমান, হাদিস: ৮৬২০)
এতে নবজাতকের কানে তাওহিদ ও রিসালাতের ঘোষণা পৌঁছে যায় এবং তার হৃদয়ে ঈমানের বীজ রোপিত হয়।
নবজাতককে শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ।
2. সন্তানের কল্যাণ কামনা করা:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যার সন্তান হয়, সে যদি সন্তানের ডান কানে আজান ও বাম কানে ইকামত দেয়, তাহলে ‘উম্মুস সিবয়ান’ (একটি ক্ষতিকর জিন) তার কোনো ক্ষতি করতে পারবে না।” (বায়হাকি, আল-আজকার লিননববি)
3. গোসল দেওয়া:
নবজাতককে জন্মের পর পরিষ্কার করার জন্য গোসল দেওয়া সুন্নাত।
সন্তান লাভের দোয়া
সন্তান লাভের জন্য পবিত্র কোরআন ও হাদিসে কিছু দোয়া উল্লেখ করা হয়েছে। হজরত ইবরাহিম (আ.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন:
“হে আমার প্রভু, আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।” (সূরা আস-সাফফাত, আয়াত: ১০০)
মা-বাবার উচিত সন্তানকে আল্লাহর দেওয়া পবিত্র আমানত হিসেবে দেখার পাশাপাশি তাদের সঠিকভাবে শিক্ষা দেওয়া এবং তাদের মধ্যে ঈমান ও চরিত্রবোধ জাগ্রত করা। এভাবে সন্তান দুনিয়ার সৌন্দর্য ও আখিরাতে মা-বাবার জন্য কল্যাণের কারণ হয়ে উঠবে।