১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় অ্যাঙ্কার ও কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিট অনুষ্ঠিত

শেয়ার করুন

অ্যাঙ্কারের নতুন নয়েজ-ক্যান্সেলিং ইয়ারবাড আসছে
বিশ্বের নম্বর ওয়ান চার্জিং ব্র্যান্ড অ্যাঙ্কার ইনোভেশনস ও তাদের একমাত্র অনুমোদিত বাংলাদেশি ডিস্ট্রিবিউটর কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনাল আয়োজন করেছে “Grand Dealer Meet & Product Showcase 2025”। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও পার্টনাররা।

অনুষ্ঠানে অ্যাঙ্কারের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। অতিথিরা সরাসরি নতুন পণ্যগুলো এক্সপেরিয়েন্স করার সুযোগ পান। এসময় সেরা পারফর্ম করা পার্টনারদের সম্মাননা দেওয়া হয়।

অ্যাঙ্কার দক্ষিণ এশিয়ার সেলস ম্যানেজার উজায়ের লতিফ বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাজার। আমরা পার্টনারদের সঙ্গে মিলে অ্যাঙ্কারের প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার ইয়াদিল আলম বলেন,‘অ্যাঙ্কার এখন বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড। তবে বাজারে কিছু নকল পণ্য ঘুরছে— আসল অ্যাঙ্কার পণ্য কেবল কন্ট্রিভেন্সের ১৮ মাসের অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত পণ্যই।’

ইভেন্টে ঘোষণা দেওয়া হয়, শিগগিরই বাংলাদেশে আসছে অ্যাঙ্কারের নতুন নয়েজ-ক্যান্সেলিং ইয়ারবাড

অ্যাঙ্কার জানায়, বাংলাদেশের স্মার্ট টেকনোলজি বাজারকে আরও শক্তিশালী করতে তাদের দীর্ঘমেয়াদি ভিশন হলো— বিশ্বাস, প্রযুক্তি ও পার্টনারশিপের মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাওয়া।

 

 

শেয়ার করুন