১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে আধা-প্রক্রিয়াজাত পাটপণ্য রপ্তানি করতে চাই: বাণিজ্য উপদেষ্টাৃ

শেয়ার করুন

নেপালে আধা-প্রক্রিয়াজাত পাটপণ্য রপ্তানি করতে চাই: বাণিজ্য উপদেষ্টানেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে শেখ বশিরউদ্দীন
ঢাকা: নেপালে কাঁচাপাট রপ্তানি না করে বাংলাদেশ সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পাটপণ্য ও কাঁচাপাটের চাহিদা রয়েছে। কাঁচাপাট রপ্তানি না করে বাংলাদেশ সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রপ্তানি করতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্য ভলিউম বাড়বে এবং উভয় দেশই লাভবান হবে।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপালে ১১টি জুটমিল রয়েছে। নেপালের জুটমিলগুলো তাদের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির ওপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি বন্ধ করায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে।

এসময় বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি করার অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান তিনি।
কাল আইসিসিবিতে শুরু হচ্ছে পানি ব্যবস্থাপনা এক্সপো-২০২৫

 

 

শেয়ার করুন