১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এবার রুপির দাম কমে ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে

শেয়ার করুন

-মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। গত তিন দিন ধরে টানা দর হারিয়েছে রুপি। এর মধ্যে মঙ্গলবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনের প্রথম ভাগে ভারতে ডলারের বিপরীতে রুপির বিনিময় মূল্য দাঁড়ায় ৮৪.৭৫৭৫। এর মধ্য দিয়ে আগের দিন (সোমবার) সৃষ্ট রুপির সর্বনিম্ন দামের রেকর্ড ভেঙ্গে যায়। হয় নতুন রেকর্ড। তবে দিনের মাঝভাগে রুপি হারানো মূল্যের কিছুটা ফিরে পায়। এক ডলারের বিপরীতে ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৪. ৬৮ রুপি। আগের দিন ডলারের মূল্য ছিল ৮৪.৭০ রুপি।

খবর রয়টার্স, ইকোনোমিক টাইমস ও দ্যা হিন্দুর।

বিশ্লেষকদের মতে, দুটি কারণে রুপির নতুন দর পতন হয়েছে। প্রথমতঃ জিডিপির প্রবৃদ্ধির হার প্রত্যশার চেয়ে কম হওয়া। দ্বিতীয়ত: ব্রিকস ব্লকের দেশগুলোর পণ্য রপ্তানিতে শতভাগ শুল্ক আরোপের হুমকী।

হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের অর্থনীতির স্বাস্থ্য ভাল যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র যতটা বাকপটু, দেশ ও অর্থনীতি পরিচালনায় ততটা দক্ষতার পরিচয় দিতে পারছেন না। তারই প্রভাব পড়েছে দেশটির জিডিপিতে। কমে গেছে জিডিপির প্রবৃদ্ধির হার।

এদিকে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত সোমবার ডোনাল্ড ট্রাম্প হুমকী দিয়েছেন, ডলারের আধিপত্য কমাতে ব্রিকস মুদ্রা চালু করা হলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে এসব দেশের রপ্তানিকৃত পণ্যে শতভাগ আমদানি শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই হুমকীতে চীনা মুদ্রা ইউয়ানসহ ব্রিকস দেশগুলোর বেশির ভাগ মুদ্রা দর হারায়। ভারতের মুদ্রা রুপির উপরও এর প্রভাব পড়ে।-

শেয়ার করুন