১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৮০৭ জন ক্যাডারে সুপারিশ

শেয়ার করুন

দীর্ঘ প্রায় তিন বছর অপেক্ষার পর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

পিএসসি জানায়, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি শূন্যপদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডারে সুপারিশ করা হয়েছে। ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিসিএসে মোট ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী অংশ নেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।

সিএনআই/২৫

শেয়ার করুন