
দীর্ঘ প্রায় তিন বছর অপেক্ষার পর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
পিএসসি জানায়, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি শূন্যপদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডারে সুপারিশ করা হয়েছে। ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বিসিএসে মোট ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী অংশ নেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।
সিএনআই/২৫