১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাওলানা মামুনুল হক: আসন নয়, আদর্শকেই গুরুত্ব দিচ্ছি

শেয়ার করুন


দেশের ইসলামি রাজনীতির আলোচিত নাম মাওলানা মামুনুল হক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। জুলাই বিপ্লবের পর থেকে দেশের রাজনীতিতে সক্রিয় অবস্থানে থাকা এই আলেম নির্বাচনকে কেন্দ্র করে জোট, মোর্চা ও সমঝোতার বিভিন্ন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মাওলানা মামুনুল হক ঢাকা মেইলের সঙ্গে সাক্ষাৎকারে জানান, তিনি মূলত ইসলামি রাজনীতির আদর্শ ও লক্ষ্যকে গুরুত্ব দেন। বিএনপি বা অন্য কোনো দল তাকে আসন সমঝোতার মাধ্যমে জোটে আনার চেষ্টা করতে পারে, তবে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক আদর্শ এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডাকে প্রাধান্য দিচ্ছি। তাই আসন সমঝোতার চেয়ে আদর্শকেই বেশি গুরুত্ব দিচ্ছি।”

জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামি দলগুলোর সঙ্গে নির্বাচনি আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে ভোটকে একসাথে মোকাবেলা করা হবে। মাওলানা মামুনুল হক নিজের নির্বাচনী আসন বিষয়ে বলেন, তিনি জাতীয় রাজনীতির প্রয়োজনে ঢাকার ঢাকা-১৩, ঢাকা-৭ বা বাগেরহাট-১ আসন থেকে নির্বাচন করতে পারেন।

আওয়ামী লীগের সম্ভাব্য পুনর্বাসন এবং তাদের ভোটব্যাংক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “ভোটারদের মধ্যে অনেক নিরপরাধ মানুষ রয়েছে। কিন্তু যারা জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল, তাদের পুনর্বাসন হলে সেটি বিশ্বাসঘাতকতার প্রতীক হবে।”

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মাওলানা বলেন, ভোট সাধারণভাবে স্বচ্ছ হবে, তবে পেশীশক্তি ও কালো টাকার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত হবে না। সরকারের দায়িত্ব যথাযথভাবে নির্বাচনকে ন্যায্য ও নিরাপদ করার দিকে এখনও সীমিত।

মাওলানা মামুনুল হক আশা প্রকাশ করেন, জনগণের উদ্দীপনা ও আগ্রহের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সম্পন্ন হবে, তবে সরকারের ভূমিকা ও প্রস্তুতি নির্বাচন প্রভাবমুক্ত করতে পর্যাপ্ত নয়।

সিএনআই/২৫

শেয়ার করুন