১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে চমক, চলছে পরিকল্পনা

শেয়ার করুন


টালিউড তারকা ও তৃণমূল সাংসদ দেব (৪১) ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে তার সম্পর্ক ভক্তদের জন্য সবসময়ই নজরকাড়া। পরিবার ও ভক্তরা দীর্ঘ সময় ধরে চাইছেন, তারা যেন শিগগিরই বিয়ে করেন। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন রুক্মিণী।

সম্প্রতি ‘সংগীত বাংলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র বলেন, “যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করবে, সেদিন আমরা সকলকে চমক দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে।” তবে মজার ছলে তিনি যোগ করেন, “কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে…”

এর আগে ‘নিউজ১৮’-কে দেব জানিয়েছেন, বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তিনি বলেন, “নিশ্চিত, আমি বিয়ে করব। একটা পরিকল্পনা চলছে, খুব শিগগির সবাই জানতে পারবেন।”

দেবের হাত ধরেই ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন রুক্মিণী। এরপর তারা একাধিক সিনেমায় যেমন ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ এবং ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এ জুটি বেঁধেছেন। তাদের সম্পর্ক শুধুই পর্দার নয়, বাস্তবেও গভীর—বিদেশ ভ্রমণ ও বিভিন্ন খুনসুটির মাধ্যমে এটি স্পষ্ট।

উল্লেখ্য, ২০২৪ সালে গুগল সার্চে দেব ও রুক্মিণীকে ‘বিবাহিত’ দেখানো এবং সন্তান রয়েছে বলে ভুল তথ্য ছড়িয়েছিল, যা তারা তখন নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার তারা সত্যিই কখন বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন, সেটাই ভক্তদের দেখার অপেক্ষা।

সিএনআই/২৫

শেয়ার করুন