১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় শীত বাড়ছে, শৈত্যপ্রবাহের আভাস

শেয়ার করুন

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ভোর থেকে চারদিক ঢেকে যাচ্ছে। মাঠেঘাটে পড়ছে ঘন শিশির, কনকনে বাতাসে কাঁপছে স্থানীয়রা। রাতের বাড়তি ঠান্ডা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। টানা তাপমাত্রার ওঠানামায় শীতের অনুভূতি আরও বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ী মখলেছার রহমান জানান, ভোরে দোকান খুলতেই হাত–পা জমে আসে, ঠান্ডায় লোকজনও তেমন বের হয় না, ফলে ব্যবসায় প্রভাব পড়ছে। রিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, ভোরে যাত্রী কম—তবুও মোটা কাপড় পরে কাজ চালিয়ে যেতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত নামতে শুরু করেছে, ডিসেম্বরের শুরুতে শীত আরও বাড়বে এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন