১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন শান্তি আলোচনায় বড় অগ্রগতি: রুবিও

শেয়ার করুন

জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার (২৩ নভেম্বর) রাতের বৈঠক শেষে রুবিও বলেন, “অনেক অমীমাংসিত বিষয়েই দূরত্ব কমেছে। কয়েক দিনের মধ্যেই প্রস্তাবের দফাগুলো চূড়ান্ত হতে পারে।”

এ আলোচনায় ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা অংশ নেন। তারা ট্রাম্পের প্রস্তাবে থাকা ইউক্রেনের সেনাবাহিনী সংকোচন এবং ভূমি ছাড়ের শর্তের বিরোধিতা করেন। একই সঙ্গে ইউক্রেনকে বৃহত্তর সেনাবাহিনী বজায় রাখার অনুমতি ও বর্তমান যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইনকে আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহারের দাবি জানান।

ট্রাম্প এর আগে বৃহস্পতিবারের মধ্যে ইউক্রেনকে তার প্রস্তাবে সাড়া দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন, যদিও পরে তিনি জানান যে প্রস্তাব সংশোধনের সুযোগ রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের পরিকল্পনাকে আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করছেন। তবে কিয়েভ প্রস্তাব প্রত্যাখ্যান করলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেছেন।

জেনেভায় সোমবারও বৈঠক চলবে। আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়েও কথা হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন