১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিরাপত্তায় দেশ তিন জোনে ভাগ: ইসি সচিব

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে দেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল রোববার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, বৈঠকে কমনওয়েলথ মহাসচিব আসন্ন জাতীয় নির্বাচনে মানুষের আস্থা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। জবাবে ইসি জানায়, তিনটি জোনে ভাগ করে নিরাপত্তা নিয়ন্ত্রণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কমনওয়েলথ মহাসচিব নির্বাচনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন—উল্লেখ করে ইসি সচিব বলেন, কোন কোন বিষয়ে সহায়তা লাগবে, তা পর্যালোচনা করে জানানো হবে। বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশে ভোটদান, গণভোট আয়োজনসহ বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থার উদ্যোগ সম্পর্কে জেনে কমনওয়েলথ মহাসচিব সন্তোষ প্রকাশ করেন। নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, ভোটার তালিকা হালনাগাদ এবং মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগকেও তিনি প্রশংসা করেন।

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর সংবাদ ও ফেক নিউজ প্রসঙ্গে মহাসচিব সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন—নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য প্রচার–প্রচারণা চালানো জরুরি। সিইসি জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় প্রচার কার্যক্রম চলছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রত্যাশা করা হচ্ছে।

ইসি সচিব আরও বলেন, কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন শেষে মতামত প্রদান করবেন। সহযোগিতার প্রয়োজনীয় ক্ষেত্র নির্ধারণে কমিশন কিছু সময় নেবে বলেও তিনি জানান।

সিএনআই/২৫

শেয়ার করুন