১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প ঝুঁকিতে ৪৮ ঘণ্টা গ্যাস কূপ খনন স্থগিত

শেয়ার করুন

ভূমিকম্পজনিত সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল ও গ্যাস কূপে চলমান খনন কার্যক্রম সাময়িকভাবে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সময়ে গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় থাকবে।

রোববার (২৩ নভেম্বর) এই নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরে জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানান পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের গ্যাসক্ষেত্রগুলোতে আগামী মঙ্গলবার, ২৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের খনন কাজ ও সিসমিক সার্ভে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্রে খনন কাজ চলছিল। ভূমিকম্পের পর পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে সেগুলো বন্ধ করা হয়েছে। বন্ধ থাকা কূপগুলো হলো—

  • কুমিল্লার মুরাদনগর উপজেলায় শ্রীকাইল গ্যাসফিল্ড,

  • হবিগঞ্জ গ্যাসফিল্ড,

  • সিলেটের কৈলাশটিলা গ্যাসকূপ

সিএনআই/২৫

শেয়ার করুন