
মানিকগঞ্জে তৌহিদি জনতা ও বাউল শিল্পীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায়—বিজয় মেলার মাঠ সংলগ্ন স্থানে—এই উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন।
জানা যায়, ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার-এর শাস্তির দাবিতে তৌহিদি জনতা বিক্ষোভের ঘোষণা দেয়। অপরদিকে, তার মুক্তির দাবিতে বাউল শিল্পীর অনুসারীরাও আলাদা কর্মসূচি নেয়। এ অবস্থায় দুই পক্ষ একই এলাকায় সমবেত হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ধাওয়া–পাল্টাধাওয়ার সময় বাউলশিল্পীর সমর্থক আবুল আলিম, জহুরুল, এবং আরিফুল ইসলাম আহত হন। অন্যদিকে তৌহিদি জনতার পক্ষের মাদ্রাসাশিক্ষক মওলানা আব্দুল আলীম আহত হন। পরিস্থিতি থেকে বাঁচতে কয়েকজন বাউল সমর্থক পুকুরে ঝাঁপ দেন এবং ওপারে উঠে ইটপাটকেল নিক্ষেপ করেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ আগেই মোতায়েন ছিল। ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
সিএনআই/২৫