
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শখ পূরণ হয়নি। তিনি আরও জানান, আরও অনেক মামলা দিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল। এক বছরের বেশি সময় পেলে হয়তো তাকে ফাঁসিতে ঝুলানো হতো।
শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বাবর এ কথা বলেন।
বাবর বলেন, “শেখ হাসিনা যা চেয়েছিল, আমি তা করিনি। বিভিন্ন সময়ে মন্ত্রী ও অন্যরা আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি তাদের কথায় সাড়া দিইনি। আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আমি আপনাদের কাছে ফিরে এসেছি।”
তিনি আরও বলেন, তার লক্ষ্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের প্রখ্যাত নেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের আদর্শ অনুসরণ করে নির্বাচনী এলাকা উন্নত করা। বাবর বলেন, প্রতিটি যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা তার মূল উদ্দেশ্য।
পথসভায় তিনি উল্লেখ করেন, সমাজ গড়ে তুলতে হলে আগে মাদক ও জুয়ামুক্ত করা প্রয়োজন। নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী দেখতে চাইবেন না, পুলিশকে জানাতে হবে। কেউ কোনো প্রভাব খাটাতে এলে তাকে আগে ধরতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না।
সিএনআই/২৫