১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্টেজ শেষে আবেগে ভেঙে পড়লেন মিথিলা: ‘আমার খুব কান্না আসছে’

শেয়ার করুন

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে জানা যাবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর বিজয়ীর নাম।

তার আগে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ‘ন্যাশনাল কস্টিউম রাউন্ড’। সেখানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে মিথিলা পরেছিলেন সাদা রঙের রাজসিক ঢাকাই জামদানি—যার মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় ফুল শাপলা। মিথিলা তার ছবির ক্যাপশনে এই লুককে নাম দিয়েছেন ‘দ্য কুইন অব বেঙ্গল’।

ফেসবুকে পোশাকের বর্ণনা দিতে গিয়ে তিনি লেখেন, “মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরেছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত প্রতীক।”

পারফরম্যান্স শেষে লাইভে এসে মিথিলা জানান, তিনি দারুণ পারফর্ম করেছেন এবং সবাই প্রশংসা করেছেন। তবে নিজের দেশের পতাকা নিয়ে মঞ্চে দাঁড়ানোর অভিজ্ঞতা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।

মিথিলা বলেন, “স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির কাজ—মঞ্চে দাঁড়ালে সেটা সত্যিই অনুভব করা যায়।”

এখন বাংলাদেশের দর্শকরা অপেক্ষা করছেন আগামীকালের চূড়ান্ত ফলাফলের জন্য।
সিএনআই/২৫

শেয়ার করুন