
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না। ওয়াশিংটনে সৌদি যুবরাজকে স্বাগত জানানোর সময় তিনি এ মন্তব্য করেন। খবর—এএফপি।
২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে খাশোগি হত্যা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি করেছিল। তবুও ট্রাম্প যুবরাজকে লালগালিচায় স্বাগত জানান এবং নৈশভোজে অংশ নিয়ে তাকে যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে উল্লেখ করেন।
তবে ২০২১ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, খাশোগি হত্যার অনুমোদন দিয়েছিলেন যুবরাজ। সৌদি আরব তখন অভিযোগ অস্বীকার করে বলে, এ ঘটনা ছিল কয়েকজন ‘দুর্বৃত্ত’ এজেন্টের কাজ।
মার্কিন সফরে যুবরাজ ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
এ ছাড়া দুই দেশের বৈঠকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা, বড় ধরনের প্রতিরক্ষা বিক্রি এবং বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়।
সিএনআই/২৫