
ভারতের ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগর মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে মাত্র ৩৫ বছর বয়সে ভুবনেশ্বরের এআইআইএমএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ নভেম্বর ভর্তি হওয়া হিউম্যান সাগরের শরীরে লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মাল্টিপল অরগান ডিসফাংশন ও শ্বাসকষ্টসহ নানা রোগ ধরা পড়ে। দক্ষ চিকিৎসক টিম সাধ্যমতো চিকিৎসা দিয়েছেন, তবু তিনি বাঁচতে পারেননি।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শোক প্রকাশ করে এক্সে (X) পোস্টে বলেন, “বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি।”
হিউম্যান সাগর ২০১২ সালে ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজ্যব্যাপী পরিচিতি পান। ২০১৫ সালে চলচ্চিত্র ‘ইশক তু হি তু’-এর মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।
সিএনআই/২৫