১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড, জানাল ডিএমপি

শেয়ার করুন
3D render of a crime scene tape against defocussed background

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, “এর মধ্যে শুধুমাত্র অক্টোবর মাসে ১৮টি হত্যাকাণ্ড ঘটেছে। বেশিরভাগ ঘটনায় আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হত্যার পিছনে বিভিন্ন কারণ রয়েছে—পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ইত্যাদি।”

ডিএমপি সূত্রে জানা গেছে, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার ঘটনা তদন্তাধীন। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম জনি। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।

তালেবুর রহমান আরও জানান, রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন