
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর বাংলাদেশ ভারতকে চিঠি পাঠিয়ে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার দাবি করেছে।
তবে ভারত ফেরত দেবে না বলে মত দিয়েছেন জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজ বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত। তিনি আল জাজিরাকে বলেছেন, “কোনো অবস্থাতেই ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে না।” তাঁর কথায়, গত দেড় বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক “ভঙ্গুর” হয়ে উঠেছে, যা এমন সিদ্ধান্তকে আরও কঠিন করবে।
অধ্যাপক দত্ত বলেন, হাসিনার বিরুদ্ধে রায় “প্রত্যাশিত” ছিল এবং আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরাও মেনে নিয়েছেন যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দেশের আইনগত ব্যবস্থা অনুযায়ী হয়েছে। তাঁর মতে, “নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে গুলি করার নির্দেশের প্রমাণ রয়েছে” এবং মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে যে হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন।
সিএনআই/২৫