
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ একটি ন্যায়বিচারের ঐতিহাসিক মাইলফলক হবে।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান মধ্য দিয়ে জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বিজয় হয়েছে। হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সব অভিযোগ এবং ’২৪-এর অভ্যুত্থানে নিষ্ঠুর দমনপীড়ন প্রমাণিত হয়েছে। যে রায় আমরা পেয়েছি তা ন্যায্য ও প্রপোরশনেট।’
তিনি আরও বলেন, এই রায় ভবিষ্যতের জন্য বার্তা যে ক্ষমতার দম্ভ চিরদিন স্থায়ী হয় না। স্বৈরশাসকরা মনে করে তারা অজেয়। ভবিষ্যৎ রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের জন্য এটি ন্যায়বিচারের ঐতিহাসিক মাইলফলক।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অভিযুক্ত ছিলেন। সাবেক আইজিপি মামুন একমাত্র গ্রেপ্তারকৃত আসামি এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
সিএনআই/২৫