১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

শেয়ার করুন
A high angle shot of metal handcuffs isolated on a white background

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান জানান, ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন— লক্ষ্মীপুর জেলা কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩), গোপালগঞ্জ সদর সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক জুয়েল বালা (২৬), বরিশাল জেলা উজিরপুর থানা ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫), ভাটারা থানার ৪০নং ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতি মো. সালমান হোসেন ইমন (৩২), নরসিংদী জেলা পলাশ থানার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি কারিউল্লা সরকার (৫২), ভাটারা থানার ৪০নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. তানভীর হক নাদিম (৩৩), ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪নং ওয়ার্ডের ১নং ইউনিটের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ূন মিয়া (৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় (২৫), পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) ও ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য মো. নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।

ডিবি সূত্র জানায়, শনিবার আলু বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান জামিলকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার বিভাগের একটি টিম। একই তারিখ ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ জুয়েল বালাকে কলাবাগানের গ্রীনরোডস্থ সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে রোববার খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলাম জয়কে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ ।

ডিবি সূত্রে আরও জানায়, শনিবার রাতে ভাটারার প্রগতি সরণি কুড়িলগামী রোডে ভাই ভাই হোটেলের সামনে থেকে মো. সালমান হোসেন ইমনকে ডিবি গুলশান বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গ্রেফতার করে। একই রাতে সামনে অভিযান চালিয়ে মো. তানভীর হক নাদিমকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এছাড়া ডিবি মতিঝিল বিভাগ রাতে কলাবাগানের বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে মো. জুয়েল হোসেন গ্রেফতার করা হয়। অপরদিকে গত রাতে ভাটারা থানা এলাকা থেকে আসাদুজ্জামান নাঈম এবং মো. নাসিরুল ইসলাম হিমেলকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, শনিবার রাতে রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কারিউল্লা সরকারকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম।

তাছাড়া ডিবি মিরপুর বিভাগ শনিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া সমিতি বাজার এলাকা থেকে মো. হুমায়ূন মিয়াকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন