
প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি করা ভোটার নিবন্ধন অ্যাপ আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধন করা হবে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধনে উৎসাহ দিতে প্রচার চালানোর অনুরোধও জানান তিনি।
ইসির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিকাল ৩টায় জুম অ্যাপের মাধ্যমে ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি)’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।
অন্যদিকে তথ্য অধিদপ্তর জানায়, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আগেই জানিয়েছিলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি, যা ১৮ নভেম্বরই চালু করা হবে।
সিএনআই/২৫