১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবির উপাচার্য অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ১৭ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দেন। শিক্ষার্থীরা এই তারিখকে ‘ষড়যন্ত্রমূলক ও অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করে ৮ ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করেন। রাতভর প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ও স্লোগান দেন তারা। পরে প্রশাসন ও নির্বাচনী কমিশনের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আশ্বাস পেয়ে অবস্থান প্রত্যাহার করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন