১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন

রাজধানীর খিলগাঁও চৌরাস্তা ঝিলপাড় এলাকা থেকে মো. সিফাত (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সিফাত স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার চাচাতো ভাই জানিয়েছেন, বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে মা তাকে বকাঝকা করলে অভিমান করে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংক্রান্ত থানাকে অবহিত করা হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন