
রাজধানীর গুলিস্তান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা গুলিস্তানে সমবেত হয়ে অফিসে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনার আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান করেন। কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানারও ঝুলে দেখা যায়।
গত ৫ আগস্টও হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। কিছুদিন পর ভবন পরিত্যক্ত থাকলেও সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করা হয়।
এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেছেন। বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটর।
সিএনআই/২৫