
১১ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল ২০১৩ সালে শুটিং শেষ হওয়া সিনেমা ‘মন বোঝে না’, যা নায়িকা তমা মির্জা এবং আরিফিন শুভ অভিনীত। দীর্ঘ সময় ধরে ছবির কোনো খবর না দিয়ে হঠাৎ মুক্তি দেওয়ায় তমা মির্জা প্রযোজক সংস্থার ওপর চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন।
ছবিটি পরিচালনা করেছেন আয়েশা সিদ্দিকা। জানা গেছে, ২০১৪ সালে শুটিং সম্পূর্ণ হলেও অজানা কারণে ছবিটি মুক্তি পায়নি। গত শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি প্রধান শিল্পী তমা মির্জা বা আরিফিন শুভকে।
তমা মির্জা বলেন, “১১ বছর আগে শুটিং শেষ করেছি। তখন ছবিটি সময়োপযোগী ছিল। অনেক বিনিয়োগ করা হয়েছে এবং আমরা যথাসম্ভব পেশাদারভাবে কাজ করেছি। দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও আউটলুক—সবকিছুতে পরিবর্তন এসেছে।”
তিনি মনে করেন, এত পুরোনো ছবি এখন মুক্তি পাওয়ায় তা শিল্পী এবং ছবির উভয়ের জন্যই ক্ষতিকর। তিনি বলেন, “দর্শক যদি আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করেন, তাহলে ছবির মেরিট নষ্ট হবে। এটা শিল্পীর সুনামের জন্যও ক্ষতিকর।”
তমা আরও অভিযোগ করেন, “একজন প্রযোজক যখন ছবি বানান, তার মুক্তির অধিকার থাকে। কিন্তু এখানে আমরা যারা প্রধান চরিত্রে অভিনয় করেছি, তাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। এটি চূড়ান্ত অপেশাদার আচরণ।”
তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।
সিএনআই/২৫