১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালে বাংলাদেশ থেকে হজে যাবে ৭৮,৫০০ জন

শেয়ার করুন

আগামী বছর (২০২৬ সালে) বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যেতে পারবেন মোট ৭৮,৫০০ মুসল্লি। মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করেন। তিনি মিনা, আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) ড. মঞ্জুরুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধন ইতোমধ্যেই শেষ হয়েছে। মোট ১,২৭,১৯৮ জনের সুযোগ থাকলেও ৭৮ হাজারের মতো মুসল্লি নিবন্ধন করেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন