
৪৪তম বিসিএসের পরিবর্ধিত সম্পূরক ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। এর আগে গত ৬ নভেম্বর রাতে সম্পূরক ফল প্রকাশ করা হয়েছিল, যা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭১০টি শূন্যপদের বিপরীতে মোট ১ হাজার ৬৮১টি পদে নিয়োগের জন্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে।
সিএনআই/২৫