১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইঙ্গিতপূর্ণ পোস্টে আলোচনায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন

দলীয় জোট ও আসন বণ্টন নিয়ে চলমান আলোচনার মধ্যে ইঙ্গিতপূর্ণ এক ফেসবুক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন—
“বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”

তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা ও বিশ্লেষণ।

এর আগে একই দিন বিকেলে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন,

“চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।”

তিনি আরও বলেন, “আগে সাকিব আল হাসান ও মাশরাফি নৌকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন; এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। তবে সংস্কারের পক্ষে যারা থাকবে, ভোট পাবে তারাই।”

নাসীরুদ্দীনের এই বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট—দুটিই এখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন