
বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন—বাগেরহাটে আগের মতোই চারটি আসন বহাল থাকবে।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
এর আগে ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট প্রশ্ন তোলেন কেন চারটি আসন বহালের নির্দেশ দেওয়া হবে না এবং কেন ইসির গেজেট অবৈধ ঘোষণা করা হবে না।
১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ইসি গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে একটি আসন কমিয়ে তিনটি করে। এর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছিল।
হাইকোর্টের এই রায়ের ফলে এখন আবারও বাগেরহাটে আগের মতো চারটি আসনই বহাল থাকবে।
সিএনআই/২৫