১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মা-বাবা আমার জীবনের বড় আশীর্বাদ: বিদ্যা সিনহা মিম

শেয়ার করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আজ জন্মদিন উদযাপন করছেন। এবারও তিনি পরিবারকে ঘিরে বিশেষ দিনটি উপভোগ করছেন। রাজধানীর বসুন্ধরায় নিজের অ্যাপার্টমেন্টে গত রাতে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছে এবং দিনভর সেই আনন্দময় মুহূর্তগুলো চলবে।

মিম জানিয়েছেন, জন্মদিনের পুরো আয়োজন পারিবারিক থাকবে, কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকার অফিসে যাওয়ার পরিকল্পনা নেই। তবে ‘রিমার্ক (হারলেন)’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রতিষ্ঠান থেকে আসা বিশেষ আমন্ত্রণে তিনি কিছু সময় সেখানে কাটাবেন।

জন্মদিনের অনুভূতি নিয়ে মিম বলেন, “বাবা-মা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আর স্বামী সনি সবসময় চেষ্টা করে দিনটিকে বিশেষ করে তুলতে। আমি সবার ভালোবাসা ও দোয়ায় বাঁচতে চাই।”

এছাড়া মিম শিগগির ভক্তদের জন্য সুখবরও ঘোষণা করবেন। অভিনয়ের পাশাপাশি তিনি সমাজসচেতনতামূলক কাজেও যুক্ত; দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন