
চাভার-এর সাফল্যের পর পরিচালক লক্ষ্মণ উতেকার তার পরবর্তী বায়োপিক সিনেমা ‘ঈথা’ নিয়ে কাজ শুরু করতে চলেছেন। এই চলচ্চিত্রটি কিংবদন্তি লাবনী ও তামাশা শিল্পী বিত্তাভাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত। ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করবেন রণদীপ হুদা।
মুম্বাইয়ে এই সিনেমার শুটিং মাসের শেষ দিকে শুরু হবে। রণদীপ রোমান্টিক লিড চরিত্রে অভিনয় করবেন এবং নির্মাতা কাস্টিং নিয়ে আত্মবিশ্বাসী, কারণ উভয় শিল্পীর অভিনয়শৈলী নির্মাতার ভিশনের সঙ্গে পুরোপুরি মানানসই।
ছবিটি নারায়ণগাঁওকের সংগ্রামী জীবন, শিল্পচর্চা ও মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে তৈরি হচ্ছে। রণদীপ ও শ্রদ্ধার মধ্যে অভিনয়শৈলী বাণিজ্যিক প্রভাব ও শক্তিশালী অভিনয়ের মধ্যে ভারসাম্য রাখবে।
রণদীপকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের মুক্তি প্রাপ্ত সিনেমা ‘জাট’-এ, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল, আয়েশা খান, সাইয়ামি খের ও ভীনিত কুমার সিং। অন্যদিকে, ২০২৪ সালের ‘স্ত্রী ২’-এর পর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও তার জনপ্রিয়তা কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত সংযোগ রাখছেন তিনি, এবং সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছে।
সিএনআই/২৫