১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান (সহকারী পরিচালক ব্যাচ–১৯) বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার ও সহকর্মীরা জানান, তিনি ওই দিন দুপুরে অফিসে উপস্থিত ছিলেন, তবে কিছুক্ষণ পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র টেবিলে রেখে বেরিয়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, তার সর্বশেষ অবস্থান দুপুর ১২টা ৫৩ মিনিটে সায়দাবাদ এলাকায় ছিল। ওই সময় তিনি একজন সহকর্মীকে একটি শেষ মেসেজ পাঠান, যেখানে ছোট বোনের জন্য চাকরির ব্যবস্থা করার অনুরোধ ছিল। বার্তাটির ভাষা দেখে ধারণা করা হচ্ছে, তিনি ব্যক্তিগত বা আর্থিক সমস্যার কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। নিখোঁজ নাঈম রহমানের মা, স্ত্রী, এক কন্যা এবং ছোট বোন রয়েছেন এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যেকোনো ব্যক্তি তাকে দেখলে নিকটস্থ পুলিশ স্টেশন বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে।

সিএনআই/২৫

শেয়ার করুন