১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

“এখন প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই” — গণশিক্ষা উপদেষ্টা

শেয়ার করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনে যাওয়া যৌক্তিক নয়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “প্রধান শিক্ষকরা সম্প্রতি দশম গ্রেডে উন্নীত হয়েছেন। এখন সহকারী শিক্ষকদের হঠাৎ ১৩তম থেকে দশম গ্রেডে উন্নীত করা বাস্তবসম্মত নয়। সরকারের কাছে বিষয়টি বড় আর্থিক সংশ্লেষের।”

তিনি জানান, সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেড পান, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনে সুপারিশ পাঠানো হয়েছে। তবে তিনি স্বীকার করেন, “আমি নিশ্চিত নই, কিন্তু এ দাবি বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বিধান রঞ্জন আরও বলেন, “শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে দশম গ্রেড এখনই যৌক্তিক নয়। পদোন্নতির ক্ষেত্রে আমরা শতভাগের প্রস্তাব দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ৮০ শতাংশ কোটা অনুমোদন করেছে।”

শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, খুলনার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ও বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ফিরোজ শাহ।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা সভায় অংশ নেন।

সিএনআই/২৫

শেয়ার করুন