
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন পর্যন্ত ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৭, দিনাজপুর-৩) এবং তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির ১৪ সদস্যের মধ্যে ৯ জনসহ অন্তত ৮৫ জন হেভিওয়েট নেতা বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ না করলেও, প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে। এর মধ্যে ৮৫টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি হবে জামায়াতের প্রার্থীরা।
উল্লেখযোগ্য আসনগুলোর মধ্যে—
-
ঠাকুরগাঁও-১: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনাম জামায়াতের দেলাওয়ার হোসেন
-
বগুড়া-৬: তারেক রহমান বনাম আবিদুর রহমান সোহেল
-
দিনাজপুর-৩: খালেদা জিয়া বনাম অ্যাডভোকেট ময়নুল আলম
-
ঢাকা-৮: মির্জা আব্বাস বনাম অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন
-
ঢাকা-১৫: শফিকুল ইসলাম মিল্টন (বিএনপি) বনাম জামায়াত আমির ডা. শফিকুর রহমান
-
চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী বনাম অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
-
কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদ বনাম আব্দুল্লাহ আল ফারুক
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের প্রার্থীরা একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোট বিভাজনের আশঙ্কা তৈরি হতে পারে, যা নির্বাচনী সমীকরণে নতুন চ্যালেঞ্জ আনবে।
সিএনআই/২৫