
মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক প্রাণীকেই একদিন মারা যেতে হবে। ইসলামে তীব্র কষ্ট বা দুঃসময়ে নিজের মৃত্যু কামনা করা জায়েজ নয়।
প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, হাদিসে কঠোরভাবে বলা হয়েছে, কোনো বিপদে মৃত্যু কামনা করা যাবে না। আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, কেউ বিপদের কারণে মৃত্যু কামনা করবে না। যদি তীব্র কষ্টের সময় মৃত্যুর ইচ্ছা হয়, তবে সে আল্লাহর কাছে দোয়ায় বলুক, “হে আল্লাহ, যতদিন বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক, ততদিন আমাকে জীবিত রাখ, আর যখন আমার জন্য মৃত্যু মঙ্গলজনক হবে, তখন আমাকে মৃত্যু দাও।” (বোখারি: ৫৯১১)
অন্য হাদিসে এসেছে, মৃত্যু কামনা করলে সে হয়তো তার সৎকর্ম শেষ করতে পারবে না বা অনুতপ্ত হয়ে তওবা করার সুযোগ হারাবে। (বোখারি: ৬৭৪১)
দুঃসময়ে ধৈর্য ধারণের গুরুত্বও অত্যন্ত। আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, প্রকৃত ধৈর্য হলো বিপদের প্রথম মুহূর্তে ধৈর্যশীল থাকা। কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, “হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।” (সুরা বাকারা, আয়াত: ১৫৩)
সুতরাং, তীব্র কষ্টের সময় মৃত্যুর কামনা না করে ধৈর্য, প্রার্থনা ও আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস রাখা ইসলামের শিক্ষায় সুপারিশকৃত পথ।
সিএনআই/২৫