১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রুবাবা দৌলা হলেন বিসিবির নতুন পরিচালক

শেয়ার করুন

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। এর সঙ্গে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।

চলতি বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যে মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসান পদত্যাগ করায় তার স্থলেই রুবাবা দৌলাকে মনোনীত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত অন্য কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

রুবাবা দৌলা দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। প্রথম নারী পরিচালক ছিলেন মনোয়ারা আনিস মিনু, যিনি ২০০৭-০৮ পর্যন্ত প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেছিলেন।

বর্তমানে রুবাবা দৌলা ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ক্রীড়াজগতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। আজ বিসিবি সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক পদ গ্রহণ করবেন।

সিএনআই/২৫

শেয়ার করুন