১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি জানাল বাংলাদেশ

শেয়ার করুন

কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১ নভেম্বর) বাহরাইনে অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন অগ্রাধিকার ইস্যু নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে কাতারের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের মানবিক ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষ শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সহায়তা করার বিষয়েও মতবিনিময় করেন।

এ ছাড়া মো. তৌহিদ হোসেন পৃথক আরেক বৈঠকে অংশ নেন এশিয়ার আস্থা ও সংলাপ বৃদ্ধির সংস্থা ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)’–এর মহাসচিবের সঙ্গে। সেখানে আঞ্চলিক শান্তি, রাজনৈতিক সংলাপ এবং সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থান ও বহুপাক্ষিক সহযোগিতার নীতিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সিআইসিএর ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।

বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টা ২১তম মানামা সংলাপে অংশ নিচ্ছেন, যেখানে বিশ্বনেতা, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকরা মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন