১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিতে এনসিপি: নাহিদ ইসলাম

শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছি। এই মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। দেশের বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছেন।” তিনি আরও জানান, তিনি নিজেও ঢাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারেন।

নির্বাচন বিলম্বে এনসিপি আগ্রহী নয় জানিয়ে নাহিদ বলেন, “আমরা নতুন রাজনৈতিক দল হলেও নির্বাচন পেছানোর কোনো পক্ষপাতী নই। আমাদের প্রস্তুতি যতটুকুই থাকুক, আমরা নির্বাচনে অংশ নেব।”

তিনি মনে করেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। “দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। আমরা সেটিকে সামনে রেখেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি,” বলেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম জানান, দলটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রাজনীতির ময়দানে নেমেছে। “এই নির্বাচন আমাদের জন্য প্রথম পরীক্ষা। আমরা ভালো করি বা খারাপ করি, জনগণই তা মূল্যায়ন করবে,” যোগ করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তুলনামূলক নতুন রাজনৈতিক দল হলেও দ্রুতই সারাদেশে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। দলের নেতৃত্ব জানিয়েছে, জনগণের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য।

শেয়ার করুন