
মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন “স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার কক্ষে নবগঠিত কমিটির পরিচিতি, নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল রাকিব সিকদার এবং জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ময়মনসিংহ অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়—এটি বন্ধুত্ব, সহযোগিতা ও ঐক্যের প্রতীক। নবীনদের পদার্পণে এ পরিবারে যুক্ত হলো নতুন স্বপ্ন, আর বিদায়ীরা রেখে গেলেন অনুপ্রেরণার দৃষ্টান্ত।”
তাঁরা আরও বলেন, “এ ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।”
অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সিএনআই/২৫