১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এএমসিএল প্রাণের মুনাফা কমলো ৯%

শেয়ার করুন

গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড বা এএমসিএল (প্রাণ)-এর নিট মুনাফা কমেছে ৯ শতাংশের বেশি। তবে মুনাফা কমলেও কোম্পানিটি আগের বছরের ধারাবিহকতায় বিনিয়োগকারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এএমসিএল প্রাণের নিট মুনাফা হয়েছে ৪ কোটি টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ৪ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৪১ লাখ টাকা বা ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৫ টাকা ৫১ পয়সা।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

শেয়ার করুন