
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের শাপলা প্রতীক সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামান্তা শারমিন বলেন, সিইসি দাবি করেছেন যে কনসেনসাস ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, কিন্তু বাস্তবে তারা জাতীয় ঐকমত্যকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছেন। নাগরিক ঐক্য শাপলা প্রতীকের দাবিতে যথেষ্ট কমিটমেন্ট দেখায়নি—এমন কোনো ১৫ দিন আগের মিটিংকে আনা মানে নিজেদের দুর্বলতাকে অন্যের ওপর চাপানো।
তিনি আরও বলেন, “এই নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অক্ষম এবং ন্যূনতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্যও পারঙ্গম নয়। দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে তারা তার সব নিরপেক্ষতা হারিয়েছে।”
এর আগে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে সিইসি এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, শাপলা প্রতীক বরাদ্দে আইনি জটিলতা আছে। তিনি বলেন, “শাপলা প্রতীকের প্রথম দাবিদার হলো নাগরিক ঐক্য। ১০–১৫ দিন আগে তাদের প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করে দাবিদাওয়া জানিয়েছে। নিয়ম অনুযায়ী শাপলা বরাদ্দ দেওয়া হলে তারা পাবে, কারণ তারা প্রথম আবেদনকারী ও নিবন্ধিত দল।”
সিএনআই/২৫