১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ অক্টোবরের পর ১০টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল

শেয়ার করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) করতে হবে। রোববার (২৬ অক্টোবর) বিটিআরসি এ বিষয়ে একটি জরুরি ঘোষণা দিয়েছে। কমিশনের যাচাইকৃত ফেসবুক পেজে জানানো হয়, নিজের জাতীয় পরিচয়পত্রে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। সময়সীমা শেষ হতে এখন মাত্র চার দিন বাকি।

গ্রাহকরা নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন *১৬০০১# নম্বরে ডায়াল করে এবং এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে। বিটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তবে কমিশন দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বাতিল করে দেবে।
সিএনআই/২৫

শেয়ার করুন