
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) করতে হবে। রোববার (২৬ অক্টোবর) বিটিআরসি এ বিষয়ে একটি জরুরি ঘোষণা দিয়েছে। কমিশনের যাচাইকৃত ফেসবুক পেজে জানানো হয়, নিজের জাতীয় পরিচয়পত্রে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। সময়সীমা শেষ হতে এখন মাত্র চার দিন বাকি।
গ্রাহকরা নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন *১৬০০১# নম্বরে ডায়াল করে এবং এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে। বিটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তবে কমিশন দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বাতিল করে দেবে।
সিএনআই/২৫