১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে বিএইউপি শিক্ষার্থী ধর্ষণ: সব তিন আসামি গ্রেপ্তার

শেয়ার করুন

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিএইউপি)-এর এক শিক্ষার্থী ধর্ষণ মামলায় তৃতীয় আসামি গ্রেপ্তার হওয়ায় এখন তিনজনই পুলিশের হেফাজতে রয়েছে।

প্রধান আসামি **সোহেল রোজারিও (৩৭)**কে ধানমন্ডির কাছে কালীগঞ্জ, গাজীপুরে রাতে অভিযান চালিয়ে ঢাকা জেলা (উত্তর) ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) আটক করে। এর আগে মিথু বিশ্বাস (৩৫) গ্রেপ্তার হন। এবার বিপ্লব রোজারিও (৪০)-কেও আটক করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৫ বছর বয়সী ওই শিক্ষার্থীকে বাড়ি ফেরার পথে, প্রাইভেট টিউশন শেষ করার পর, আসামিরা ধর্ষণ করেন। এই ঘটনায় দেশব্যাপী মানুষের মধ্যে তীব্র আক্রোশ দেখা দেয় এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সোহেল রোজারিওকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মিথু বিশ্বাসকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিপ্লব রোজারিওর গ্রেপ্তারের বিষয়টি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) নিশ্চিত করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ১৬ অক্টোবর সাভার মডেল থানা-তে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলা দায়ের করেন।

ধারাবাহিক সংবাদ অনুযায়ী, এই ঘটনার তদন্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া দেশের প্রধান সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন