১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন

ভার্জিনিয়া জিফ্রে নামে এক মার্কিন নারী তার স্মৃতিকথায় গুরুতর অভিযোগ এনেছেন ইসরায়েলের সাবেক এক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তবে বইটিতে নাম উল্লেখ না থাকায় পরিষ্কারভাবে জানা যায়নি কোন প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে।

ভার্জিনিয়া স্মৃতিকথায় লিখেছেন, কিশোরী অবস্থায় ওই দেশের ক্ষমতাশালী প্রধানমন্ত্রী তার উপর একাধিকবার যৌন অত্যাচার চালিয়েছিলেন। নিয়মিত মারধর ও ধর্ষণের শিকার হওয়ার পর শেষ পর্যন্ত তিনি ওই যৌনচক্র থেকে পালাতে বাধ্য হন।

এর আগে ভার্জিনিয়া জেফ্রে জেফ্রি এপস্টাইনের যৌন পাচারের চক্রের বিরুদ্ধে বহু অভিযোগ উত্থাপন করেছিলেন। এছাড়া তিনি ব্রিটিশ রাজ পরিবারের সদস্য অ্যান্ড্রুর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন, যার ফলে অ্যান্ড্রু সম্প্রতি নিজের রাজ-উপাধি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ভার্জিনিয়ার স্মৃতিকথা সম্প্রতি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে তা নিয়ে তীব্র সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন