১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা না দিলে ধানের শীষ বাদ: পাটওয়ারী

শেয়ার করুন

 

সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি- সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ইসির সামনে দুটো পথ খোলা আছে। ধানের শীষ, সোনালী আঁশ বাদ দিতে হবে, না হলে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।’

আরও পড়ুন: ‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে কঠোর আন্দোলনে যাব’
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে এনসিপির এই নেতা বলেন, ‘শাপলা প্রতীকের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবদ্ধকতা পাইনি।’

আরও পড়ুন: সাংবিধানিক সংকটের রক্ষাকবচ হবে উচ্চকক্ষ: আখতার হোসেন
পাটওয়ারী বলেন, ‘শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। অধিকারের প্রশ্নে আপস হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাবো না। নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে?’

অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘৩১ অক্টোবরের মধ্যে যাদের ১৮ বছর হবে, তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা ভোটের দিন যাদের বয়স ১৮ হবে, তারা যেন ভোট দিতে পারে সেটা বলেছি। প্রতীকসহ আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি।’

আরও পড়ুন: উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গ কেন তুললেন এনসিপি নেতারা?
যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘জাতীয় লীগের প্রধান একসময় বাকশালে যোগ দিয়েছিলেন। ৯১ সালে তার মৃত্যুর পর কী করে দলের ধারাবাকিতা থাকে? দলের গঠতন্ত্র নেই, অফিসের ঠিকানা ঠিক নেই। কী করে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এর জবাব কী দেবেন- এমনটা আমরা বলেছি।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিষয়টি রিভিউ করার জন্য ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে অফিসার আগে ভুল বা মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’

আরও পড়ুন: এনসিপির ২ নেতা টিভির লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক নুর
এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) ইসির বর্তমান তালিকা থেকে কোনো প্রতীক পছন্দ না করে ‘শাপলা’ প্রতীক হিসাবে চেয়ে গত ৩০ সেপ্টেম্বর ইসির দেওয়া চিঠির জবাব দেয়। সেখানে ৯ ধরনের শাপলার নমুনাও দেয় দলটি।

শেয়ার করুন