১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ নিয়ে দলগুলোর সঙ্গে ফের বৈঠক আজ

শেয়ার করুন

জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকটি আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ প্রায় ৩০টি দল এতে যোগ দেবে। কমিশন আশা করছে, এই বৈঠকেই সমাধান মিলবে।

জুলাই সনদ বাস্তবায়নের উপায় ঠিক করতে গত ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। তবে তিন দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। মূল খসড়ায় ৮৪টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত হলেও বাস্তবায়নের ধাপ এখনও নির্ধারণ হয়নি।

এদিকে আইন বিশেষজ্ঞরা কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে আছে- সংবিধান আদেশ জারি, গণভোট আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন, বা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিমকোর্টের মতামত নেওয়া। আজকের বৈঠকে এ বিষয়গুলো দলগুলোর সামনে তোলা হবে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলগুলো কমিশনের বাইরে বসেও সমাধানের চেষ্টা করছে। তবে ঐকমত্য না হলে কমিশন আইন বিশেষজ্ঞদের পরামর্শসহ চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দেবে। সে ক্ষেত্রে আইন বিশেষজ্ঞদের সঙ্গে আরও একবার বৈঠক হতে পারে।

গত ১৭ সেপ্টেম্বরের বৈঠকে কমিশন বলেছিল- মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার সংবিধান আদেশ জারি করতে পারে। পরে একই সঙ্গে নির্বাচনের দিনে গণভোট করা যাবে। কিন্তু এতে কোনো দল একমত হয়নি।

বিএনপি বলেছে- রাষ্ট্রপতির বিশেষ আদেশে সাংবিধানিক সংস্কার সম্ভব নয়। আইনি চ্যালেঞ্জ হলে তা টিকবে না। এরপরও কমিশন চাইলে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে যেভাবে এই সরকার গঠন করা হয়েছে, তেমনি সাংবিধানিক আদেশে সংস্কারের বিষয়ে মতামত নিতে পারে। জামায়াত চায় সংবিধান আদেশে সংস্কার

করে নির্বাচনের আগেই গণভোট হোক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায়, গণপরিষদ নির্বাচন। বাম দলগুলোও বিশেষ আদেশে সংস্কারের বিরোধিতা করছে। আগামী ১৫ অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হবে। এর মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করার চেষ্টা করছে কমিশন।

চূড়ান্ত পর্বের প্রস্তুতির বিষয়ে বৈঠক

জুলাই জাতীয় সনদ ২০২৫ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে ঐকমত্য কমিশন। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা। বিশেষত রবিবার অনুষ্ঠিতব্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মুলতবি সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে সেগুলো চূড়ান্ত করা হয়েছে।

এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে ইতোপূর্বে বিশেষজ্ঞগণের প্রদত্ত মতামত ও পরামর্শগুলো পুনরায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

শেয়ার করুন