
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় গুইমারা থানায় হত্যাসহ ২টি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার রাতে গুইমারা থানা পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করে।
সহিংসতার ঘটনায় গুইমারা উপজোলার সাধারণ জনগণের মাঝে এখনো অজানা আতঙ্ক বিরাজ করছে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। খাগড়াছড়ি থেকে দূর পাল্লার যানচলাচল শুরু হয়েছে। দোকানপাটও খোলা রয়েছে।
উল্লেখ্য, গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে ২৫০-২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গুইমারা থানায় হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতজনকে আসামি করা হয়েছে। এই দুইটি মামলার বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।